আনোয়ারা গণধর্ষণ মামলার এজহারভুক্ত প্রধান আসামি রকি দত্তকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব–৭। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় খাগড়াছড়ি জেলার মহিলা কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রকি আনোয়ারা উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বিধান দত্তের পুত্র। সে পেশায় একজন সিএনজি টেক্সি চালক। র্যাব–৭ এর মিডিয়া অফিসার নুরুল আবছার জানান, গোপন সংবাদে খবর পেয়ে র্যাব–৭ এর একটি বিশেষ দল খাগড়াছড়ি জেলায় অভিযান চালিয়ে রকি দত্তকে গ্রেপ্তার করা হয়। আনোয়ারার জনৈক গার্মেন্টস কর্মী গণধর্ষণের মূল হোতা রকি দায়েরকৃত মামলার প্রধান আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ উপজেলার চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা কালাগাজী সড়কের একটি কলাবাগানে জনৈক গার্মেন্টস কর্মী কিশোরীকে (১৬) গ্রেপ্তারকৃত রকি দত্ত ও তার বন্ধু পলাশ, শিপংকর, চন্দন মিলে গণধর্ষণ করে। পরে ভিকটিম থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর গত ২১ মার্চ পুলিশ এজাহারভুক্ত পলাশ (২৬), শীপঙ্কর (২৭) এবং চন্দনকে (২৫) আটক করলেও প্রধান আসামি রকি দত্ত পলাতক ছিল। অভিযোগ উঠে রকিকে ঘটনাস্থল থেকে আটক করার পর টাকার বিনিময়ে ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত পুলিশের এএসআই ফারুকসহ তিন কনস্টেবলকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।