আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া কইয়াখালী খাল ও চাতরী–কেঁয়াগড় কান্দরিয়া খালের ভাঙন কবলিত এলাকা গত শুক্রবার পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত শহীদ ও ভূমিমন্ত্রীর বিশেষ প্রতিনিধি ও একান্ত সহকারি সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, চাতরী ইউপি চেয়ারম্যান আফাতাব উদ্দিন চৌধুরী সোহেল, রায়পুর ইউপি চেয়ারম্যান আমিন শরীফ, পরৈকোড়া ইউপি চেয়ারম্যান আজিজুল হক বাবুল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. সৈয়দ, আওয়ামী লীগ নেতা রঘুপতি সেন, পানি উন্নয়ন বোর্ডের উপ–সহকারি প্রকৌশলী অনুপম দাশ, এস ও মো. কায়ছার প্রমুখ। এ সময় স্থানীয় ক্ষতিগ্রস্ত কয়েক শতাধিক লোক দ্রুত বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত শহীদ জানান, আমরা প্রথমে চলতি বছরের অক্টোবরে নতুন স্লুইস গেট নির্মাণ কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনের দাবি আগে খাল বন্ধ করে বেড়িবাঁধ নির্মাণ করে পরে স্লুইস গেইট নির্মাণ করার। বিষয়টি বিবেচনায় ধরে আগে খাল বন্ধ করার কার্যক্রম হাতে নেওয়া হবে।
রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি স্থানীয় জনসাধারণের দুঃখ দুর্দশা বিবেচনা করে আগামী বর্ষা মৌসুমের আগে স্লুইস গেইট ও বেড়িবাঁধ সংস্কারের নির্দেশ দিয়েছেন। তারই প্রেক্ষিতে শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে আসি। চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, দীর্ঘদিন ধরে বেড়িবাঁধের ভাঙন ও স্লুইস গেইট তলিয়ে গিয়ে চাতরী ইউনিয়নের কয়েক হাজার একর ফসলি জমিতে জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে চাষাবাদ বন্ধ হয়ে যায়। দ্রুত বেড়িবাঁধ ও স্লুইস গেইট নির্মাণের নির্দেশ প্রদান করায় মাননীয় ভূমিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।