আনোয়ারায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এনএটিপি-২ প্রকল্পের উপপ্রকল্প এআইএফ-৩ ম্যাচিং গ্র্যান্টের অনুকূলে বাণিজ্যিকভাবে ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট প্রক্রিয়াজাতকরণ প্রকল্পের অধিনে চেক ও পণ্যবাহী পিকআপ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার ২ জন প্রান্তিক কৃষকদের মধ্যে এসব বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মঞ্জুরুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসানুজ্জামান, আনোয়ারা উপজেলা আ.লীগের সভাপতি ও বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু কাওসার মো. সরোয়ার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. নুরুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সরওয়ার আলম, উপ-সহকারী কৃষি অফিসার স্বপণ দেবনাথ ও ছৈয়দ মো. মোরশেদ। এ সময় বটতলী পূর্ব বরৈয়া গ্রামের কৃষক তানভীর হাসানকে ৫ লক্ষ ৮১ হাজার টাকার চেক ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের কাছ থেকে বিষমুক্ত সবজি পণ্য বহনের জন্য বৈরাগ ইউনিয়নের বন্দর এলাকার কৃষক আনোয়ার হোসেনকে একটি পিকআপ প্রদান করা হয়েছে।