আনোয়ারায় কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ২৫ আগস্ট, ২০২৫ at ৪:৫৩ পূর্বাহ্ণ

আনোয়ারায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে শুক্রবার রাত আড়াইটা পর্যন্ত বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া এলাকায় একটি পরিত্যক্ত টিনশেড ঘরে আঁটকে রেখে কিশোরীকে একাধিকবার এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ারা থানায় এক নারীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ গত শনিবার রাতে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল এলাকার মো. নাঈম প্রকাশ পেজা (২০) ও হাসমন আক্তার প্রকাশ ফুতু (৩৫)। জানা যায়, শাহাজাহান (২১), মো. নাঈম (২০), ওমর ফারুক (২৪), ভোক্তভুগী কিশোরীকে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে শুক্রবার রাত আড়াইটা পর্যন্ত বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া এলাকার একটি পরিত্যক্ত টিনশেড ঘরে আঁটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে আটককৃত হাসমন আক্তার ধর্ষণের আলামত বিনষ্ট করে এবং ব্যাথানাশক ঔষধ সেবন করিয়ে ঘটনা ধামাচাপা দিতে চেষ্ঠা করে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, কিশোরীকে ধর্ষণের ঘটনায় আনোয়ারা থানায় এক সহযোগী নারীসহ ৪ অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

পূর্ববর্তী নিবন্ধখাস্তগীর স্কুলের মাঠ ‘বিক্রির’ তদন্তে দুদক
পরবর্তী নিবন্ধপাঁচলাইশে দুই ছিনতাইকারী গ্রেপ্তার