আনোয়ারায় কবরস্থানের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গতকালর শুক্রবার বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহতদের কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলেন মো. সালেক (৬০), সালমান (২০), শাফিন (১৯), লোকমান (৬৭), মিনহাজ (২৫), ওসমান গণি (৬৫), ইসমাইল (৫০), জয়নাব (৪২), ছেনোয়ারা বেগম (৪০), রাবেয়া (৪০), সিরাজ খাতুন (৪৩), রহিমা (৪৫), জাফর ইকবাল (৪০)। এ ঘটনায় দুই পক্ষ আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রায়পুর ইউনিয়নের দোবাসী বাজার এলাকার বাসিন্দা মো. সাইদ গং ও মো. হোসেন গং পরিবারের মাঝে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গতকাল কথা কাটাকাটির জের ধরে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা করে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয় বলে জানা যায়।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, রায়পুরে কবরস্থানের জমি বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের লোকজন আহত হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় উভয়পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।












