আনোয়ারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:৩২ পূর্বাহ্ণ

আনোয়ারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া একাডেমি ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যদের মাঝে সাংবাদিক ইমরান এমি,ক্রীড়া সংগঠক মহসিন পারভেজ, শাহেদুল আলম,আমিন ফারুক। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহসান উদ্দিন,আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির পরিচালক সুমন শাহ, বরুমচড়া বশিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম, সাংবাদিক নেজাম উদ্দীন,সাংবাদিক জাহিদ হাসান হৃদয়সহ ক্রীড়া প্রতিনিধিরা উপসিহত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে হারলো আফঈদাদের ক্লাব
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের পর এবার রাজশাহী গেলেন এইচপির ক্রিকেটাররা