আনোয়ারায় গত বৃহস্পতিবার রাতে উপজেলা সহকারী কশিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী পরিচালিত অভিযানে উপজেলার চাতরি ইউনিয়নের দক্ষিণ চাতরি গ্রাম থেকে ইয়াবা বিক্রির সময় মো. ছৈয়দ নুর (৫০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় আনোয়ারা থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. রফিক উপস্থিত ছিলেন। গতকাল শুক্রবার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ছৈয়দ নুরকে ১ মাসের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দীন চৌধুরী সোহেল বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকায় মাদক নির্মূলের ঘোষণা দিয়েছি। তাই প্রশাসনের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত আছে।