আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানান, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ চৌধুরীকে শুক্রবার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলাসহ থানায় একাধিক মামলা রয়েছে।