আনোয়ারায় অবৈধ বালু ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ৭ জুন, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলায় অবৈধভাবে শঙ্খ নদী থেকে বালু উত্তোলন করার দায়ে এক ব্যবসায়ী থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় উপজেলার আনোয়ারাচন্দনাইশ সড়কের বরকল ব্রিজের পাশে শঙ্খ নদীর তীরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মো. জোবাইর নামে এক ট্রাক চালককে বালু ভর্তি ট্রাকসহ আটক করে নিয়ে আসা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন জানান, বরকল ব্রিজের পাশে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে নদীর পাড় ভাঙছে এবং বড় বড় ট্রাকে করে বালু পরিবহনের ফলে গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। সে সাথে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী নদী থেকে তরুণীর গলিত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধওরা স্বামী-স্ত্রী মিলে গাঁজা ও ইয়াবার ব্যবসা করে