আনোয়ারায় অগ্নিদুর্গত ৫০ পরিবারে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, চেয়ারম্যান জানে আলম, নাজিম উদ্দিন, হাসনাইন জলিল চৌধুরী শাকিল ও ইয়াছিন হিরু। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারের মাঝে ১ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজাফরাবাদ ফাজিল মাদরাসার মাহফিল
পরবর্তী নিবন্ধকোতোয়ালীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার