আনোয়ারা মোহছেন আউলিয়ায় প্রয়োজনীয় সংখ্যক ব্যাংক শাখা চাই

| বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৭:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা একটি দ্রুত বর্ধিঞ্চু ব্যবসায়িক এলাকা। কর্ণফুলী নদীর তলদেশে বাস্তবায়নাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ এখন শেষ পর্যায়ে। টানেল ঘিরে প্রতিদিনই যেন বদলে যাচেছ এই এলাকা। দিন দিন ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটলেও আনোয়ারার মূল ব্যবসায়িক কেন্দ্র বটতলী মোহছেন আউলিয়ায় বাড়েনি বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা। উপজেলার পূর্ব আনোয়ারার চৌমুহনী, কালা বিবির দিঘি বা আনোয়ারা সদরে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রায় ১৫টি শাখা থাকলেও পশ্চিম আনোয়ারার বটতলীতে রয়েছে ব্যাংকের মাত্র দুটি শাখা। ফলে অনেক গ্রাহককে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দূরদূরান্তে ব্যাংকিং করতে হচ্ছে। প্রায় অর্ধশতাব্দী ধরে শাহ মোহছেন আউলিয়া রুস্তমহাট দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহত্তম ব্যবসা কেন্দ্র হিসাবে পরিচিত। আনোয়ারা ছাড়াও আশপাশের বাঁশখালীসহ অন্যান্য এলাকা থেকে এখানে লোকজন আসত ব্যবসায়িক কেনাকাটায়। কথিত আছে, প্রায় সাতশত বছর পূর্বে বারো আউলিয়ার অন্যতম শাহ মোহছেন আউলিয়ার হাত ধরে সমৃদ্ধি এসেছিল চট্টগ্রামের আনোয়ারার এই জনপদে।
এক কিলোমিটার দীর্ঘ এই বাজারে রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় ১৭০০ দোকান। এসব দোকানে প্রতি মাসের ব্যবসায়িক লেনদেন শতকোটি টাকার বেশি। এছাড়া বটতলী, জু্‌ইদন্ডি, বৈরাগসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের অন্তত ২ লাখ মানুষ এই বাজারের উপর নির্ভরশীল। বটতলীর কাছেই রয়েছে দেশের অন্যতম রেমিটেন্স এলাকা বখতেয়ারপাড়া। তাছাড়া টানেলের কাছে হওয়াতে এই এলাকার গুরুত্ব দিন দিন বাড়ছে।
এখানে মাত্র দুটি ব্যাংকের শাখা থাকলেও তা ব্যবসায়ী ও গ্রাহকদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। সম্প্রতি স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি চেম্বার সভাপতি মাহবুবুল আলমের নজরে এনে দ্রুত ব্যাংকের শাখা স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। তিনিও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বস্ত করেন।
আমরা স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসায়িক লেনদেন, রেমিটেন্স-সহ ব্যবসায়িক প্রয়োজনে দ্রুত এই এলাকায় প্রয়োজনীয় সংখ্যক ব্যাংকের শাখা স্থাপনে আকুল আবেদন জানাই। এতে টানেলকেন্দ্রিক অর্থনীতি বিকাশের যে প্রচেষ্টা তা আরো বেগবান হবে।

এস এম হাবিব
বটতলী, আনোয়ারা, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধজর্জ বার্নার্ড শ’: হাস্যরসিক শুদ্ধবাদী লেখক
পরবর্তী নিবন্ধভালোবাসি বলে