একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী আনোয়ারা ফুটবল একাডেমির এক সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ফুটবল একাডেমির সভাপতি সোহেল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টিম পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে শাহওয়াজ জামাল নিজাম সনিকে প্রধান পৃষ্ঠপোষক, মো. শাহেদকে চেয়ারম্যান, আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইমরান এমিকে সাধারণ সম্পাদক ও একাডেমির সভাপতি সোহেল আলমকে টিম ম্যানেজার মনোনীত করা হয়। কোচ হিসেবে ফুটবলার আমিন ফারুক টিম পরিচালনা করবেন।












