আজ চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা ঘিরে আনোয়ারা–কর্ণফুলী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়েছে। তারেক রহমানের আগমন একদিকে নির্বাচনী মাঠে প্রাণ সৃষ্টি করেছে, অন্যদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে চাঙা ভাব নিয়ে এসেছে। আনোয়ারা–কর্ণফুলী থেকে ৪০ হাজারের বেশি নেতাকর্মী সমাবেশে যোগ দেবে। এ ব্যাপারে প্রস্তুতি সম্পন্ন করতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম ও আনোয়ারা–কর্ণফুলী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। জনসমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে গত চারদিন ধরে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে প্রস্তুতি সভা সম্পন্ন করা হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ–সভাপতি ইকবাল হায়দার চৌধুরী বলেন, চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে আনোয়ারায় দলীয় নেতাকর্মীরা মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জনসভায় যোগদানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তারই অংশ হিসেবে ৫ হাজারের বেশি ব্যানার, প্লে–কার্ড এবং টি–শার্ট তৈরি করা হয়েছে।
কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. ওসমান বলেন, তারুণ্যের প্রতীক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে কর্ণফুলী উপজেলা বিএনপি ও অংগঠনের নেতাকর্মীরা দারুণভাবে উজ্জীবিত। বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের নেতৃত্বে বিশাল শোডাউনের মাধ্যমে কর্ণফুলী উপজেলা থেকে দুই শতাধিক বিভিন্ন যানবাহনে করে ১৫ হাজারের বেশি নেতাকর্মী নিয়ে যোগদানের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির আনচার চেয়ারম্যান বলেন, তারেক রহমানের জনসভায় আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে ২৫ হাজারের বেশি নেতাকর্মী কয়েকশ যানবাহনে করে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের নেতৃত্বে যোগদান করবে। এ ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা আশা করছি এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে।
বিএনপি মনোনীত প্রার্থী তিনবারের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক আসন পেয়ে নতুন ইতিহাস সৃষ্টি করবেন। ধানের শীষে ভোট দেওয়ার জন্য সারাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঐতিহাসিক এ জনসভাকে স্মরণীয় ও সফল করতে আনোয়ারা–কর্ণফুলী আমার নির্বাচনী এলাকা থেকে ৪০ হাজারের বেশি নেতাকর্মী নিয়ে এ জনসভায় যোগদান করব ইনশাআল্লাহ।











