আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আনোয়ারা প্রতিনিধি

| বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ৭:২৫ পূর্বাহ্ণ

আনোয়ারায় উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহের হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিন বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির সদস্যরা হলেনসভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। সহসভাপতি এস এম আলামগীর চৌধুরী, জাফর উদ্দিন চৌধুরী, অ্যাড. হরিপদ চক্রবর্ত্তী, আবু ছৈযদ, জানে আলম, মৃনাল কান্তি ধর, মহিউদ্দিন আহমদ, মহিউদ্দিন চৌধুরী টিপু, আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী। যুগ্মসাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, নওয়াব আলী, দোলন মজুমদার। সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, সগীর আহমেদ আজাদ, আবদুল মালেক। আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক, কৃষি বিষয়ক সম্পাদক আবুল মনছুর মোহাম্মদ মাঈনুদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রঘুপতি সেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন হেলাল, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবুল হাসান কাশেম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন আমজাদী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুর হোসেন ডিলার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইয়াছিন হিরু, মহিলা বিষয়ক সম্পাদক দিলোয়ারা কামাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. ইলিয়াছ, যুব ও ক্রীড়া সম্পাদক জাহেদুর রশিদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, শ্রম সম্পাদক ছৈয়দুল হক, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল হক নসু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এম এ সালাম, সহদপ্তর সম্পাদক আনন্দ মোহন দত্ত, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আফতাব উদ্দিন সোহেল, কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন। সদস্যরা হলেন, রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, মো. ছৈয়দ চেয়ারম্যান, কলিম উদ্দিন, মো. ইদ্রিস, এম কাইয়ুম শাহ, অসিম কুমার দেব, নজরুল ইসলাম বকুল, সাহাব উদ্দিন হেলাল, আবদুল হালিম খান, আইয়ুব আলী অলি, মাহতাব উদ্দিন চৌধুরী মাছুম, রিয়াজ আহমেদ চৌধুরী, মোকতার আহমেদ, আবদুর রশীদ, সমর কান্তি নাথ, আবদুর রহিম মেম্বার, মোজাম্মেল হক বাবু, সুজিত ঘোষ, নুর হোসেন, নুরুল ইসলাম, সাবের আহমেদ, নজরুল আনছারী মুজিব, নাসির উদ্দিন, গিয়াস উদ্দিন চৌধুরী, মোহাম্মদ লোকমান চৌধুরী, অ্যাড. ইমরান হোসেন বাবু, সেলিম উদ্দিন, আবদুস সোবহান, আবদুল আলীম, নুর মোহাম্মদ নুর, সোহেল শিকদার, মফিজুর রহমান, রাশেদুল ইসলাম চৌধুরী, গিয়াস উদ্দিন, রফিক আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম টইটং রওজাতুন্নবী (সা.) হেফজখানায় দস্তারবন্দী
পরবর্তী নিবন্ধইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী