আনোয়ারার পরৈকোড়ায় ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা ও হরি মন্দিরের ১২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব দু’দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত ২৫ মার্চ মন্দির প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল– সমবেত গীতাপাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, অন্নপ্রসাদ আস্বাদন। হরি মন্দিরের সভাপতি রিমন চক্রবর্তীর সভাপতিত্বে ও উৎসব উদযাপন পরিষদের সভাপতি কাঞ্চন চক্রবর্তীর সঞ্চালনায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে ধর্মসম্মেলনের উদ্বোধন করেন তরুণ সমাজসেবক বিজয় চক্রবর্ত্তী (শাওন)। আশীর্বাদক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ। স্বাগত বক্তব্য রাখেন মন্দিরের সাধারণ সম্পাদক হারাধন দাশ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সহ–সভাপতি দিলীপ কুমার ধর। প্রধান বক্তা ছিলেন শিক্ষানুরাগী সুমন চক্রবর্ত্তী। মহান অতিথি ছিলেন পরৈকোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী (বাবুল), প্রদীপ কুমার ধর, অ্যাড. সজীব কুমার ধর, সাংবাদিক সুজিত দাশ, সুজিত সরকার। সংবর্ধিত অতিথি ছিলেন অ্যাড. খোকন আইস (অমিত)। বিশেষ অতিথি ছিলেন লক্ষেশ্বরানন্দ গিরি মহারাজ, কাজল মিত্র, রবিন মিত্র, রাজীব মিত্র, মাস্টার উজ্জ্বল কান্তি দাশ। আরো বক্তব্য রাখেন মো. মামুনুর রশীদ সেলিম), মাস্টার শম্ভুনাথ চক্রবর্ত্তী, শ্যামল দাশ, সুনীল দাশ আকাশ, সঞ্জীব বোস, ডা. নীলকান্ত দাশ (বিশু), পিন্টু দাশ আদর, রুমন দাশ, অসিম দাশ সৈকত, বিজয় ঘোষ, বিমল কান্তি দাশ, রুবেল সর্দার, পংকজ দাশ, শীতলা মন্দির কার্যকরি পরিষদের সভাপতি তমিত রায় প্রমুখ। কৃষ্ণপদ গোস্বামীর পৌরহিত্যে অধিবাস কীর্ত্তন পরিচালনা করেন বিপ্লব চক্রবর্তী। অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে উদ্যাপিত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি কাঞ্চন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সঞ্জীব বোস।