আনোয়ারায় র্যাবের অভিযান ১৯ লক্ষ ৭১ হাজার টাকা মূল্যের ৬৫ হাজার ইয়াবা জব্দ ও দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
১৬ জানুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টায় উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া মাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. চাঁন মিয়া সওদাগর (৬১) ও ইসকান্দর হোসেন (৩৮)। তাদের বাড়ি পটিয়া উপজেলায়।
আনোয়ারা থানা পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দীন আহমেদ জানান, র্যাব ৭ এর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে বটতলী শাহ মোহছেন আউলিয়া মাজার সংলগ্ন এলাকা থেকে ৬৫ হাজার ইয়াবা জব্দ ও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় র্যাব-৭ এর ডিআইডি মো. শফিকুল ইসলাম আনোয়ারা থানায় এজাহার দিলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করা হয়।