আনোয়ারায় ৩০ বছরের পলাতক আসামি গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

আনোয়ারায় ছৈয়দ আবদুল জলিল (৫৫) নামের ৩০ বছরের এক পলাতক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার দুপুরে তাকে উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আনোয়ারা ও পটিয়া থানায় ৭ টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত সৈয়দ আব্দুল জলিল উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের আব্দুল জব্বারের পুত্র।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, গোপন সংবাদের খবর পেয়ে থানা পুলিশ ছৈয়দ আবদুল জলিল (৫৫) নামের ৩০ বছরের পলাতক আসামিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় ৫ টি ও পটিয়া থানায় ২ টিসহ মোট ৭টি প্রতারণার মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅভিযানে আড়াই লাখ টাকা জরিমানা, উপকরণ ধ্বংস
পরবর্তী নিবন্ধপেরেন্টস্‌ কেয়ার স্কুলে সভা