মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেছেন, কুরআন মজিদের দুটি দিক রয়েছে। বাহ্যিক এবং ভেতরগত নিগূঢ় দর্শন। ভেতরগত দর্শন না বুঝে কেবল রূপক অর্থ বোঝার চেষ্টায় গোমরাহি তথা পথভ্রষ্ট হবার সম্ভাবনা রয়েছে। মানবিক উদারবাদী গণকল্যাণমুখী ইসলামের দর্শন ব্যাপকভাবে প্রচারের মাধ্যমে সমস্ত বাতিল অপশক্তিকে রুখে দিতে হবে। তিনি গত ২৮ ফেব্রুয়ারি পবিত্র জশনে জুলুস ঈদ–এ মিলাদুন্নবী (দ.) উদযাপন পরিষদ এবং ৪নং বটতলী ইউনিয়নের সর্বস্তরের সুন্নী জনতার ব্যবস্থাপনায় আনোয়ারা বটতলী শাহ্ মোহছেন আউলিয়া (রহ.) দরবার শরীফ প্রাঙ্গণে তাফসিরুল কুরআন মাহফিলে এসব কথা বলেন। উত্তর বন্দর গাউসিয়া হাশেমীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মনির আহমদ আনোয়ারীর সভাপতিত্বে প্রস্তুতি কমিটির সদস্য সচিব সংগঠক মুহাম্মদ আরিফ মঈন উদ্দীন (মনির) ও হাসান সাগরের যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক হাজী মুহাম্মদ নাছির উদ্দীন।প্রধান অতিথি ছিলেন ৪নং বটতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু। অতিথি ছিলেন শাহ্সূফি আল্লামা সৈয়দ আমিনুল হক আলকাদেরী, আল্লামা কাযী আবুল এরফান হাশেমী নঈমী, মুহাম্মদ সালেহ আকরাম।