আনোয়ারায় সাড়ে পাঁচ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৩ জুলাই, ২০২৪ at ৫:৩০ পূর্বাহ্ণ

আনোয়ারায় মৎস্য অফিসের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ২টি ট্রাকে করে পরিবহনের সময় উপজেলার পিএবি সড়কের শোলকাটা রাস্তার মোড় থেকে এসব মাছ জব্দ করা হয়। এ সময় ট্রাক চালকদের ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শুক্রবার দুপুরে জব্দকৃত মাছ নিলামে বিক্রি করা হয়।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, মেরিন ফিশারিজ অফিসার মো. হুজ্জাতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক জানায়, মাছ ধরার নিষিদ্ধ সময়ে মাছ পরিবহন করায় আনুমানিক সাড়ে ৫ হাজার কেজি লইট্যা ও বাইলাসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ ৩ লাখ ১২ টাকায় নিলামে বিক্রি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপে জাহানারার প্রথম লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলা
পরবর্তী নিবন্ধমেসির বয়সের সুযোগ নিতে চায় কলম্বিয়া