আনোয়ারা উপজেলার পরৈকোড়ায় রাজ রাজেশ্বর বিগ্রহধামের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের ৫৮তম রাস মহোৎসব উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের ১ম দিবসে গত ১৪ নভেম্বর মঙ্গল শোভাযাত্রাসহ গঙ্গা আহবান, গীতাপাঠ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, মহানামযজ্ঞের অধিবাস ধাম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ২য় দিবসে অনুষ্ঠিত হয় অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন, ঠাকুরের রাজভোগ, অন্নপ্রসাদ আস্বাদন, শ্রীকৃষ্ণের রাসপূজা। মহানামযজ্ঞের অধিবাস পরিচালনায় ছিলেন কৃষ্ণভক্ত ধ্রুব চক্রবর্তী ও পৌরহিত্য করেন বৈষ্ণবপ্রবর কৃষ্ণপদ গোস্বামী। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে। বিভিন্ন পর্বে উপস্থিত থেকে ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন রাজ রাজেশ্বর বিগ্রহধাম পরিচালনা সংসদের সভাপতি অ্যাড. হরিপদ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সাধন কান্তি দাশ, অর্থ সম্পাদক অসীম সিকদার, রাস মহোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি বিমান দাশ (মিটু), সহ–সভাপতি সিদ্ধার্থ শংকর দাশ, আশুতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রকাশ বৈদ্য (বাবু), অর্থ সম্পাদক সুমন দাশ, কর্মকর্তা তপন নাগ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।