আনোয়ারায় রাফি স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

আনোয়ারায় রাফি স্মৃতি টিটোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে পরৈকোড়া নয়ন তারা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় খাসখামা কাজী বাড়ী ক্রিকেট একাদশ ৬ উইকেটে মাহাতা রাব্বি স্মৃতি ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন দি ডেইলি পিপলস ভিউর সম্পাদক প্রবীণ সাংবাদিক ওসমান গণি মনসুর। ভিংরোল রোটারি কমিউনিটি কোর’র সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধক ছিলেন সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেম চৌধুরী, ভিংরোল রোটারি কমিউনিটি কোরর উপদেষ্টা মাহফুজ আহম্মদ চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, দিলীপ কুমার নন্দী, আবুল হাশেম, রফিক ডিলার, আবু বক্কর সওদাগর, বিজয় চক্রবর্তী, সাংবাদিক মুনীর চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ের নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী