আনোয়ার উপজেলার মালঘর আহমদিয়া তৈয়বীয়া সুন্নিয়া আলিম মাদরাসা, হেফজখানা ও এতিমখানার ৪৩তম বার্ষিক সভা, পুরস্কার বিতরণ ও হেফজ সমাপ্তকারীদের দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার উপজেলার হাইলধর ইউনিয়নস্থ মাদ্রাসা মাঠে দিনপ্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম অধিবেশনে মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্টাতা সদস্য মোজাম্মেল হকের সভাপতিত্বে ও শিক্ষক মো.আলীর সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন মোহাম্মদ নেছার উদ্দীন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌস হোসেন। বিশেষ অতিথি ছিলেন হাইলধর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ ইলিয়াছ মাহমুদ, ইউপি সদস্য কাজী আবু ফয়েজ, এস. এম রাশেদ চৌধুরী। ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন মাদ্রাসা অধ্যক্ষ সৈয়দ মাহমুদুল হক নঈমী। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ হেলাল উদ্দীন। উপস্থিত ছিলেন এস. এম সাদেক আহমদ, এস.এম মোজাম্মেল হক। প্রধান ওয়ায়েজিন ছিলেন মৌলানা মো. সেকান্দর হোসাইন।
বক্তব্য রাখেন মুহাম্মদ আশেকুর রহমান, সৈয়দ আব্দুল্লাহ আল ফয়সাল, সৈয়দ মোহাম্মদ নুর, মোস্তাক আহমদ। মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ সৈয়দ মাহমুদুল হক নঈমী। অনুষ্ঠানে হেফজ সমাপ্তকারীদের দস্তারবন্দী,বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।