আনোয়ারায় মাদকসেবন ও ক্রয়–বিক্রয় বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। গত সোমবার উপজেলার বারখাইন ইউনিয়নের পশ্চিম শোলকাটা–মধ্যম হাজীগাঁও শেখপাড়া সোসাইটির মাধ্যমে এলাকাবাসীর পক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, পশ্চিম শোলকাটা–মধ্যম হাজীগাঁও মাজার, মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমৃদ্ধ একটি এলাকা। দীর্ঘদিন ধরে একটি সঙ্ঘবদ্ধ মাদক চক্র এলাকায় প্রকাশ্যে অবাধে মাদক বিক্রি এবং সেবন করে যাচ্ছে। মাদক সেবনকারীরা বিভিন্ন সময়ে নারী শিক্ষার্থীদের উত্যক্ত–লাঞ্চিত করে। তাদের এসব অপকর্মের প্রতিবাদকারীদের বিভিন্ন রকম হুমকি–ধামকি দিয়ে যাচ্ছে। যার কারণে এলাকাটি মাদকমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার সাংবাদিকদের জানায়, মাদকসেবন বন্ধে এলাকাবাসীর একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।