আনোয়ারায় আরাফাত (১৮) নামে এক সিএনজি টেক্সি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার কালাবিবির দিঘি এলাকার রাজু কলোনির ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আরাফাত উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের হাজিরপাড়া এলাকার মোহাম্মদ কাইসারের ছেলে। নিহতের পিতা জানায়, এক বছর আগে আরাফাত সরেঙ্গা গ্রামের এক মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার একটা ৪০ দিনের সন্তান রয়েছে। সে কালাবিবি এলাকায় বাসা নিয়েছে সেটাও আমরা জানি না। এখন জানতে পারলাম সে ঐ বাসায় আত্মহত্যা করেছে। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানান, কালাবিবির দিঘির মোড় এলাকায় একটি কলোনির ভাড়া বাসায় সিএনজি চালকের ঝুলন্ত লাশের খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে, স্ত্রীর সাথে অভিমান বা কলহের জের ধরে এ ঘটনা ঘটে।