আনোয়ারায় তাজ উদ্দীন (৪২) নামে এক সিএনজিচালিত ট্যাক্সি ড্রাইভারের বিষপানে মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলা বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর এলাকার নেওয়াজ তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। তাজউদ্দীন ওই এলাকার মৃত বদিরুল আলমের পুত্র। জানা যায়, ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় প্রতিবেশি রূপা জানায়, নিহত তাজ উদ্দীনের সাথে তার পরিবারের মধ্যে নিয়মিত ঝগড়াঝাটি হতো। গত মঙ্গলবার সন্ধ্যায়ও তাদের মধ্যে ঝগড়া হয়। যার কারণে রাগে সে প্রকাশ্যে বিষপান করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাজ উদ্দীনকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাজউদ্দিন নামের একজন সিএনজি চালক বিষপানে আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে সিএনজি চালকের বিষপান নিয়ে নানান কথা শুনা যাচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে। এ ব্যাপারে আনোয়ারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।