আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে গাড়ি পুড়ানোর ঘটনায় আনোয়ারা থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন জাবের আহমদ, মো. হাসেম, নুরুল ইসলাম, মো. ইসহাক, মো. শওকত।
আনোয়ারা থানায় দায়ের করা এ মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৪ নেতা কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০–৭০ জনকে আসামি করা হয়।
আনোয়ারা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী আনচার আজাদীকে বলেন, আমাকেসহ বিএনপি ও বিরোধী নেতাকর্মীদের দমন পীড়নের অংশ হিসেবে মিথ্যা সাজানো গাড়ি পোড়ানো ও নাশকতা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। বর্তমানে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ঘর–বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ জানান, গাড়ি পোড়ানোর ঘটনায় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি চালক বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করে। পুলিশের অভিযান অব্যাহত আছে।