আনোয়ারায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পথচারী ও অটোরিক্সা চালকসহ ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গত রোববার রাত সাড়ে ১০টায় আনোয়ারা উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এ সময় আনোয়ারা উপজেলা সদর থেকে জয়কালী বাজার পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় আহত মো. জাকির (৫০) আনোয়ারা থানায় মো. নয়নসহ ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। রোববার সন্ধ্যার পর থেকে বিএনপির সমর্থিত দুই গ্রুপে উত্তেজনা দেখা দেয়। রাত ৮টার দিকে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। রাত ১০টার পর দুই গ্রুপের মধ্যে দাওয়া পাল্টা দাওয়া ও হামলার ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে উভয় পক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা একে অন্যের উপর দোষ চাপায়।
আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য আকতারুজ্জমান বলেন, নয়ন যুবদলের নাম ব্যবহার করে এলাকায় নানা অপকর্ম করে যাচ্ছে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। সমপ্রতি আমার এক আত্মীয়ের কাছ থেকে চাঁদা দাবি করার পর এ বিষয়ে তাকে মৌখিকভাবে সতর্ক করা হলে সে ক্ষিপ্ত হয়ে বহিরাগত লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালালে এতে অটোরিঙা চালক জাকির হোসেন (৫০), সিরাজ (৪২), টেঙিচালক আবু বক্কর (৩৫), সাজিদ (২৫), সাকিব, মো. সেকান্দর আহত হয়।
এ ঘটনায় যুবদল নেতা নয়ন বলেন, বিএনপি নেতা আকতার আওয়ামী লীগ, ছাত্রলীগের বহিরাগতদের নিয়ে আমাদের দোকানে হামলা চালিয়ে দোকান ভাঙচুর করে। একই সাথে আমার বাবা আব্দু শুক্কুর আর আমার দুই ভাইকে মারধর করে আহত করে।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, বিএনপির দুই উপ গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় আহত মো. জাকির অভিযুক্ত নয়নসহ আরো ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।