আনোয়ারায় বসতঘরে বন্যহাতির আক্রমণ

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৩ জুন, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

আনোয়ারায় বসতবাড়িতে আক্রমন চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বন্যহাতির দল। গত শুক্রবার ভোরে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আবদুস শুক্কুরের বসত ঘরে ঘটনা ঘটে। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ক্ষতিগ্রস্ত আবদুস শুক্কুর জানায়, ইদানিং প্রতি রাতেই দেযাং পাহাড়ে অবস্থানরত বন্য হাতি লোকালয়ে ঢুকে স্থানীয়দের বসতঘরে হামলা করে। গত শুক্রবার ভোরে বন্যহাতি আমার বসত বাড়িতে ঢুকে প্রথমে গাছপালা উপড়ে ফেলে পরে বসত ঢুকে ঘরের দরজা ভেঙে, ধান ও মালামাল নষ্ট করে। এতে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

বর্তমানে বন্য হাতি নিয়ে আমরা আতংকে আছি। বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী সাংবাদিকদের বলেন, হাতিগুলোর কারণে বৈরাগসহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা ভয় ও আতংকে বসবাস করে। প্রতি সপ্তাহে এলাকার বসত ঘরে হামলা করে স্থানীয়দের জানমালের ক্ষতি করে যাচ্ছে।

এবিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, আনোয়ারায় হাতির আক্রমণের ঘটনাগুলো বিগত কয়েক বছর ধরে চলছে। আমরা নানাভাবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণ দিয়ে আসছি। তবে স্থায়ীভাবে হাতিগুলো সরানো যাচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি আর্টিলারি মোড় ইউনিটের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধঅবৈধ বিদ্যুৎ সংযোগ, ৭ জনকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা