আনোয়ারায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১১:৪২ পূর্বাহ্ণ

আনোয়ারাকর্ণফুলী চট্টগ্রাম১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাদামতলী মোড় এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বারখাইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দীন মুন্সির সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য আখতারুন্নবী চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুর আলী, বারখাইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লোকমান সওদাগর, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা মো. আলমগীর, মাষ্টার নাজিমউদ্দীন, ইউপি সদস্য মো. রাশেদুল বশর, কৃষকদল নেতা শামশুল আলম, মো.নাছির প্রমুখ। বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধধলই কদলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন
পরবর্তী নিবন্ধহাসপাতালে যুবদল নেতার শয্যাপাশে গিয়াস কাদের চৌধুরী