আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে তাওহিদুল ইসলাম নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তাওহীদ স্থানীয় মো. জসিমের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার আসরের নামাজের সময় পরিবারের অজান্তেই শিশু তাওহিদুল পুকুরে পড়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল রাত ১০টায় জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের ছায়া নেমে আসে। আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।