আনোয়ারায় পল্লী চিকিৎসকদের সায়েন্টিফিক সেমিনার গত শনিবার অনুষ্ঠিত হয়। শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী আনোয়ারা শাখা এ সেমিনারের আয়োজন করে।শেভরণ আনোয়ারা শাখার চেয়ারম্যান ডা. খন্দকার আব্দুলাহ্ আল মাহমুদের সভাপতিত্বে ও ব্যবস্থাপক রিপন বড়ুয়া সঞ্চালনায় সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন শেভরণ আনোয়ারা শাখার মোশাররফ হোসেন। তিনি পল্লী চিকিৎসক, স্বাস্থ্য সহকারী ও সেবিকাদের উদ্দেশ্যে চিকিৎসা সেবার গুরুত্বপূর্ণ নানা দিক তুলে ধরেন। বক্তব্য রাখেন চমেক হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. কাজী শামীম আল মামুন,ডা.কামরুনন্নেছা রোজী,ডা. মঞ্জুরুল কাদের চৌধুরী, ডা. কামরুল ইসলাম, ডা. মিসবাহুস সালেহীন, ডা. সাহেদ আহম্মেদ,আনোয়ারা গ্রাম ডাক্তার সমিতির উপদেষ্টা ডা. শফিকুর রহমান, সভাপতি কংসরাজ দত্ত, সেক্রেটারী সজল দাশ প্রমুখ। সেমিনারে ৫৩০ জন পল্লী চিকিৎসক, স্বাস্থ্য সহকারী,সেবিকা,ল্যাব টেকনিশিয়ান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।