আনোয়ারায় যৌথবাহিনির অভিযানে বিপুল পরিমাণ মদ নিয়ে নারীসহ চিহ্নিত তিন মদ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (১৮) নভেম্বর রাত ৮ টায় উপজেলার বারখাইন ইউনিয়নের পশ্চিম শোলকাটা এলাকা থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃত মোঃ জমির হোসেন (৪৮) পিতাঃ রফিক আহম্মদ, সালমা বেগম (৪৫) স্বামী: ইমাম হোসেন ও মর্জিনা আক্তার (৩৪) স্বামী: ফেরদৌস। তারা সবাই পশ্চিম শোলকাটা গ্রামের বাসিন্দা।
সেনাবাহিনী সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় বাংলা মদ বিক্রি করে আসছে। স্থানীয়দের অভিযোগ পেয়ে সন্ধ্যায় অভিযান চালিয়ে একই বাসায় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের বাসা তল্লাশি করে দেশিয় মদ ১২৪ লিটার, নগদ ৩০ হাজার টাকা ও দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাফিস সাদিক রিফাত জানান, ১২৪ লিটার মদ নিয়ে স্থানীয় চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালসহ আটককৃতদের আইনি প্রক্রিয়ার জন্য আনোয়ারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।