আনোয়ারায় ‘মুরুব্বি মুরব্বি’ বলে মশকরা করায় গরম পানি দিয়ে পপি আকতার (১৩) নামে এক কিশোরীকে ঝলসে দেওয়ার ঘটনায় অভিযুক্ত নানি সায়রা খাতুনকে (৬০) পুলিশ গ্রেপ্তার করেছে।
গত রবিবার মধ্যে রাতে পুলিশ অভিযান চালিয়ে বটতলী গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। রোববার সন্ধ্যায় এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন দগ্ধ কিশোরীর নানা আমির হোসেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, মুরুব্বি মুরব্বি বলে মশকরা করায় ফুটন্ত গরম পানি দিয়ে পপি আকতারকে ঝলসে দেওয়া ঘটনায় দগ্ধ কিশোরীর নানা আমির হোসেন থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় তাকে।