আনোয়ারায় দুই লাখ টাকা জরিমানা, বাঁশখালীতে তিন জনকে কারাদণ্ড

অবৈধভাবে বালু উত্তোলন

| বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ১০:১০ পূর্বাহ্ণ

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আনোয়ারায় ৩ জনকে দুই লাখ টাকা জরিমানা ও বাঁশখালীতে ৩ ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার পৃথক অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এসব জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।

প্রতিনিধি জানান, আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ইছাখালীসহ বেশ কয়েকটি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। গতকাল মোবাইল কোর্ট চলাকালীন সময়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. আজগরকে ৫০ হাজার টাকা, মো. জাহেদুলকে ৫০ হাজার টাকা ও মো. খোকনকে ১ লাখ টাকাসহ মোট ২ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি)

প্রতিনিধি জানান, বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের অভ্যন্তরে সাঙ্গু নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল দুপুরে ইউনিয়নের তেছিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজারও জব্দ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেননোয়াখালীর হাতিয়া উপজেলার মো. আবু তাহেরের ছেলে মো. ইলিয়াছ (৫৫), ভোলার চরফ্যাশন মুন্সিবাড়ি আবু তাহেরের ছেলে মো. জসিম (৪৫) ও চরফ্যাশনের মো. শাহজাহানের ছেলে মো. রাকিব (২১)

এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, সাঙ্গু নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে তিনজনকে আটক করা হয়। এরপর বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, সংশোধিত ২০২৩ অনুযায়ী এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশের সাড়ে ৩ কোটির বেশি শিশুর রক্তে সিসা : ইউনিসেফ
পরবর্তী নিবন্ধআরও ২৯ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল