আনোয়ারায় পুলিশের বিশেষ অভিযানে মাদককারবারি জামালসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকার মো. জামাল হোসেন (৩৪), বটতলী পশ্চিম বরৈয়ার মো. নবী হোসেন (৫৫), হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধরের কাজী আব্দুল্লাহ আলম মামুন (৩০), চন্দনাইশ উপজেলার পশ্চিম বাইনজুরি এলাকার মো. ফরিদুল ইসলাম (৫০)।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃত জামাল একজন তালিকাভুক্ত ইয়াবাকারবারি। তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপকর্ম পরিচালনার অভিযোগ রয়েছে। মাদক মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া পুলিশের বিভিন্ন অভিযানে বিভিন্ন মামলায় আরো ৩ জন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।