আনোয়ারায় তরুণীকে ধর্ষণচেষ্টা

দুই সিএনজি চালক গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২০ জুন, ২০২৫ at ৬:৩০ পূর্বাহ্ণ

আনোয়ারায় চাকরির নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে বাড়ি ফেরার সময় এক তরুণীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত দুই সিএনজি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার মধ্য রাতে উপজেলার বটতলী ইউনিয়নের বরৈয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বটতলী ইউনিয়নের বরৈয়া গ্রামের বাসিন্দা সিএনজি চালক ফোরকান (৩২) ও মো. হানিফ (৩৫)। গ্রেপ্তারের সময় সিএনজির ভেতরে তল্লাশি চালিয়ে ভুক্তভোগী তরুণীর একটি কানের দুল উদ্ধার করে বলে পুলিশ জানায়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, গত বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী তরুণীর অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ দুই অভিযুক্তকে ধরতে অভিযানে নামে। মোবাইল টেকিংয়ের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ১০ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ৫০
পরবর্তী নিবন্ধদিনভর বৃষ্টিতে দুর্ভোগ