আনোয়ারা উপজেলার চাতরী–কেয়াগড়–সিংহরা সংযোগ সড়কটিতে জনদুর্ভোগ চরমে। সড়কের একাধিক স্থানের মাটি সরে খাদের সৃষ্টি হয়ে গত ৩ দিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে তিন গ্রামের ১০ হাজারের বেশি মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, তলিয়ে যাওয়া স্লুইচ গেট দিয়ে এলাকায় জোয়ারের পানি উঠা নামা এবং অতি বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হয়ে সড়কটির নিচের মাটি সরে খাদের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। চাতরি ইউনিয়নের বাসিন্দা মো. হাসান জনান, চাতরী–কেয়াগড়–সিংহরা সংযোগ সড়কটি গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে গ্রামের হাজার হাজার বাসিন্দা চলাচল করে। ৪ বছরের বেশি সময় ধরে আনোয়ারা নোয়ারাস্তা এলাকার বাঁকখাইন স্লুইচ গেটটি তলিয়ে গিয়ে এলাকায় জোয়ারের পানি উঠা নামার কারণে এ সড়কটি মারাত্মক হুমকির মুখে পড়ে। দীর্ঘদিন ধরে সড়কটিতে ভাঙন দেখা দিলেও ভাঙন রোধে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত ৩ দিন ধরে এ সড়কের গোড়ার মাঠি সরে মূল সড়ক দুই ভাগ হয়ে খাদের সৃষ্টি হয়। ফলে যানবাহান চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি হাঁটাচলায়ও সড়কটি অযোগ্য হয়ে পড়েছে। অতি দ্রুত সড়কটি সংস্কার করার দাবি জানাচ্ছি।
চাতরী ইউনিয়ন পরিষদের সদস্য হাছান তারেক জানায়, বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কের দুটি অংশ ভেঙে যাওয়া তিনটি গ্রামের হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে। সড়কটির বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। দুদিন ধরে সড়ক বিচ্ছন্ন থাকায় চরম কষ্ট হচ্ছে। দ্রুত মেরামত কর না হলে সড়ক ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছেন স্থানীয়রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, বিষয়টি ইতোমধ্যে আমি জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে।