আনোয়ারায় জেলা বিএনপির জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

৪০ হাজার লোকসমাগমের আশা

এম নুরুল ইসলাম, আনোয়ারা | শুক্রবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১১:২৬ পূর্বাহ্ণ

দীর্ঘ ১৬ বছরের বেশি সময় পর আনোয়ারায় অনুষ্ঠিত হবে দক্ষিণ জেলা বিএনপির বিশাল জনসভা। জনসভাকে ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। চলছে বিরামহীন পচার প্রচারণা, ইতিমধ্যে আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভা।

দীর্ঘদিন পর দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ডাকা এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে আনোয়ারা উপজেলা বিএনপি এবং সংগঠনের নেতাকর্মীরা মাঠে কাজ করছে। জনসভাকে স্মরণীয় করে রাখতে ৪০ হাজারেরও বেশি লোকসমাগম ঘটাতে চায় দক্ষিণ জেলা ও আনোয়ারা উপজেলা বিএনপি।

তারই লক্ষ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দ্রব্যমূল্যের দাম কমানো, আইনশৃঙ্খলা উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিসহ বিভিন্ন দাবিতে আগামীকাল শনিবার বেলা দুই টায় আনোয়ারা সরকারি আদর্শ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আজম খান।

প্রধান বক্তার বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন) ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন জানান, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের নেতৃত্বে আনোয়ারা উপজেলা বিএনপি ও অংগ সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।। বিগত ১৬ বছরের বেশি সময় পর আনোয়ারায় বিএনপির এই বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।

জনসভাকে ঘিরে আনোয়ার উপজেলা বিএনপি তথা দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন উজ্জীবিত। এই জনসভা হবে আনোয়ারায় স্মরণকালের বৃহৎ জনসভা। আমরা আশা করছি এই জনসভায় ৪০ হাজারের বেশি লোকের সমাগম হবে। জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে ।

পূর্ববর্তী নিবন্ধবিএম কন্টেনার ডিপো পরিদর্শনে নেদারল্যান্ডের প্রতিনিধি দল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ২৫ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার