আনোয়ারায় ছাত্রলীগ কর্মী আটক

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৫৩ পূর্বাহ্ণ

আনোয়ারায় মো. ওসমান (২৮) নামে ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত ১টার দিকে অভিযান চালিয়ে হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর মহাজন পাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ওসমান স্থানীয় মৃত মো. আনোয়ারের পুত্র। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, ছাত্রলীগ কর্মী ওসমানকে একাধিক অভিযোগে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকোটায় নির্বাচিতদের মেডিকেলে ভর্তি কার্যক্রম স্থগিত
পরবর্তী নিবন্ধচকবাজার আওয়ামী লীগ নেতা ক্যাসিনো মিন্টু গ্রেপ্তার