আনোয়ারায় ১২ বছরের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে হাফেজ মাওলানা মুফতি আসআদ তালহা (৩২) নামের এক মাদ্রাসা পরিচালককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে পুলিশ উপজেলার তাকরিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ পরিচালককে আটক করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে অভিযুক্ত মাদ্রাসা পরিচালক তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র দাবি করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, অভিযুক্ত মাদ্রাসা পরিচালক মাদ্রাসা বিল্ডিংয়ে পরিবার নিয়ে বসবার করলেও গত ৩ ডিসেম্বর অভিযুক্ত মাদ্রাসা পরিচালকের পরিবার অন্যত্র বেড়াতে যায়। সেই সুযোগে গত ৩ ডিসেম্বর ঐ শিশুকে রাত্রে বাসায় রেখে যৌন নিপীড়ন করেন শিক্ষক। পরবর্তীতে বিষয়টি কাউকে না বলার জন্য অভিযুক্ত শিক্ষক ঘটনার শিকার শিক্ষার্থীকে বিভিন্ন ভয়ভীতি দেখান। পরবর্তীতে শিক্ষার্থী এ মাদ্রাসায় পড়ালেখা না করার নানা অজুহাত দিলে অভিভাবকের চাপে শিক্ষার্থী পুরো ঘটনা বর্ণনা করে। গতকাল ঘটনাটি জানাজানি হলে উভয় পক্ষে উত্তেজনা তৈরী হলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় নির্যাতিত শিশুর পরিবার থেকে লিখিত অভিযোগ দিয়েছে, মামলা প্রক্রিয়াধীন আছে।