আনোয়ারায় ছাত্রকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসা পরিচালক আটক

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

আনোয়ারায় ১২ বছরের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে হাফেজ মাওলানা মুফতি আসআদ তালহা (৩২) নামের এক মাদ্রাসা পরিচালককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে পুলিশ উপজেলার তাকরিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ পরিচালককে আটক করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে অভিযুক্ত মাদ্রাসা পরিচালক তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র দাবি করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, অভিযুক্ত মাদ্রাসা পরিচালক মাদ্রাসা বিল্ডিংয়ে পরিবার নিয়ে বসবার করলেও গত ৩ ডিসেম্বর অভিযুক্ত মাদ্রাসা পরিচালকের পরিবার অন্যত্র বেড়াতে যায়। সেই সুযোগে গত ৩ ডিসেম্বর ঐ শিশুকে রাত্রে বাসায় রেখে যৌন নিপীড়ন করেন শিক্ষক। পরবর্তীতে বিষয়টি কাউকে না বলার জন্য অভিযুক্ত শিক্ষক ঘটনার শিকার শিক্ষার্থীকে বিভিন্ন ভয়ভীতি দেখান। পরবর্তীতে শিক্ষার্থী এ মাদ্রাসায় পড়ালেখা না করার নানা অজুহাত দিলে অভিভাবকের চাপে শিক্ষার্থী পুরো ঘটনা বর্ণনা করে। গতকাল ঘটনাটি জানাজানি হলে উভয় পক্ষে উত্তেজনা তৈরী হলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় নির্যাতিত শিশুর পরিবার থেকে লিখিত অভিযোগ দিয়েছে, মামলা প্রক্রিয়াধীন আছে।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ঘরের সিলিং ফ্যানে ঝুলছিল বৃদ্ধের লাশ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে আগুনে পুড়ল টেইলার্সের দোকান