আনোয়ারায় এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলন

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৩৪ পূর্বাহ্ণ

আনোয়ারার অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে মোহাম্মদ আবছার নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার বরুমচড়া ইউনিয়নের রাবার ড্যাম এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ।

জানা যায়, বোরো মৌসুমে খালের লবণাক্ততা থেকে কৃষকদের রক্ষায় ২০২০ সালে বরুমচড়া ইউনিয়নের ভরাশঙ্খ খালের উপর ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় হাইড্রোলিক এলিভেটর ড্যাম। কিন্তু এ প্রকল্পটি চালু করার পর থেকে স্থানীয় একটি চক্র হাইড্রোলিক এলিভেটর ড্যাম এলাকা দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু বিক্রি করে যাচ্ছে। অবৈধ বালু ব্যবসা বন্ধে এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানালেও স্থায়ীভাবে বন্ধ না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ জানান, হাইড্রোলিক এলিভেটর ড্যামে অবৈধভাবে বালু উত্তোলন ও বালু মহাল গড়ে তুলে বিক্রির অপরাধে স্থানীয় মোহাম্মদ আবছারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকাগতিয়া এশাতুল উলুম কামিল মাদরাসার সালানা জলসা ৮ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় এক রাতে ৭ গরু লুট