আনোয়ারায় আজ বুধবার সকাল ৮ টা থেকে ১০টা পর্যন্ত সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হলেও ১১ টার পরে বিভিন্ন কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে।
সকাল ১১ টায় পশ্চিম বরুমছড়া আখতারুজ্জমান উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল হক চৌধুরীর সমর্থকদের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মুজাম্মেল হকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার পরে দোয়াত কলম সমর্থক তৌহিদুল হক চৌধুরীর ২ সমর্থক মোহাম্মদ মামুন ও মির্জা জাহিদ হাসান গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার হয় ঘটনাস্থল বিজিবির টহল টিম দুপক্ষের সমর্থকদের ছত্রভঙ করে দেয়।
উল্লেখ্য, সকাল ৮ টা থেকে ১০টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট কার্যক্রম লক্ষ্য করা গেছে।