আনোয়ারায় আগুনে দোকানে পুড়ে ছাই

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২২ মার্চ, ২০২৪ at ৫:৩১ পূর্বাহ্ণ

আনোয়ারার ব্যস্ততম বড় বাজার চাতরী চৌমুহনী বাজারের এক পাইকারি মুদির দোকানে আগুন লেগে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত বুধবার ভোর রাতে ৩টার সময় চাতরী চৌমুহনী বাজারের ‘আল্লাহর দান’ নামের পাইকারী মুদির দোকান পুড়ে ছাই হয়। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে বড় ধরনের ক্ষয় ক্ষতির হত বলে সকলের ধারনা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. হানিফ সওদাগর বলেন, আমি প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ১০টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী চলে আসি। রাত ৩টায় দোকানে আগুন লাগার খবর শুনে ছুটে এসে দেখি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আমার আনুমানিক মালামালসহ ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনের ক্ষয়ক্ষতির বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব অফিসার মনসুইনু মারমা জানান, আগুন লাগার খবর পেয়ে রাত সাড়ে তিনটা নাগাদ ঘটনাস্থলে এসে আনোয়ারা ও কর্ণফুলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করছি আগুনে আনুমানিক ১০/১২ লাখ টাকা ক্ষয়ক্ষতি এবং ৩৫ লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত মুদির দোকানের উপরে ছিল ব্যাংক। আর চারপাশে সবগুলো দোকান। সময় মত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারতো।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা আ.লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক এ কে এম আবদুল মন্নানের মৃত্যুবার্ষিকী কাল
পরবর্তী নিবন্ধনিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের জালিয়াতি ঠেকাবে ‘সুরক্ষা’