আনোয়ারায় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক ৩

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১ মার্চ, ২০২৫ at ৭:০৭ অপরাহ্ণ

আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে। আজ শনিবার ভোর রাতে উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ডুমুরিয়া রুদুরা এলাকার ইমরান হোসেন রাসেল (২৫), মোঃ ফরহান পিয়াল (২৫) ও মোঃ ছোটন (২৫)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের খবর পেয়ে শনিবার ভোররাত ৩টা ১৫মিনিটের দিকে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে আটককৃতদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি ১নলা বন্দুক উদ্ধার করে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী অস্ত্রসহ ৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডের ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষা দিবস উদযাপন