আনোয়ারায় অজ্ঞাত (২৬) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় বৈরাগ চায়না ইকোনমিক জোনের সীমানা প্রাচীরের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার সময় স্থানীয়রা বৈরাগ ইউনিয়নের চায়না শিল্পজোনের ভেতর মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, স্থানীয়দের খবর পেয়ে গতকাল দুপুরে চায়না শিল্পজোন এলাকা হতে পুলিশ অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুস্কৃতকারীরা অন্যত্র ওই নারীকে হত্যা করে এই নির্জন এলাকায় ফেলে যায়।
এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে।