আনোয়ারা সড়কে মিলল অজ্ঞাত নারীর লাশ

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ৪ মার্চ, ২০২৫ at ১২:০৫ অপরাহ্ণ

আনোয়ারায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে আনোয়ারাবাঁশখালী সড়কের বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সোমরার সকালে ঝিওরী এলাকায় পিএবি সড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ এবং আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঔ নারীকে অন্যত্র হত্যা করে এখানে ফেলে দেন ঘাতকেরা। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও কো-অপারেটিভ হাউজিং সোসাইটি বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধসল্টগোলা ক্রসিংয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু