আনোয়ারা উপজেলা সদর একটি জনবহুল ও ব্যস্ততম স্থান, সরকারি অফিস, যেখানে থানা ও উপজেলা কার্যালয় বিভিন্ন ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, অফিস, আদালত এবং একাধিক শপিং মল ও হাজার খানেক দোকান রয়েছে। এতকিছু থাকার পরও, পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় থেকে জয়কালি বাজার মোড় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তাটি অত্যন্ত সরু, যার প্রস্থ মাত্র ১৬ ফুট বা তার কম। এই সংকীর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি এবং পথচারীদের জন্য ব্যবহৃত হয়। রাস্তার পাশের পর্যাপ্ত ফুটপাত না থাকার কারণে সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে এবং মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে দুইটি বড় বাস বা ট্রাক একে অপরকে অতিক্রম করার সময় সংঘর্ষের সম্ভাবনা সৃষ্টি হয়। প্রতিদিন এই রাস্তায় যানজট ও দুর্ঘটনার সম্ভাবনা দেখা দেয়। এছাড়াও, রাস্তার পাশে কোনো নালা না থাকার কারণে বর্ষাকালে বৃষ্টির পানি নিষ্কাশিত হতে পারে না এবং ফলে জলজট সৃষ্টি হয়। এই জলজটের কারণে পথচারীদের চলাচলে অসুবিধা হয় এবং দোকানপাট ও ব্যবসায়িক কার্যক্রমে বিরূপ প্রভাব ফেলে। জলজটের ফলে সৃষ্ট কাদা এবং আবর্জনা পথচারীদের জীবনে মারাত্মক অসুবিধা সৃষ্টি করে, যা স্বাস্থ্যঝুঁকির কারণও হতে পারে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেনো অবিলম্বে এই সমস্যার সমাধানে পদক্ষেপ নেয়া হয়। আনোয়ারা উপজেলা সদরের মানুষের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার জন্য এই সমস্যার সমাধান অত্যন্ত জরুরি।
মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী
থানা রোড, আনোয়ারা,
চট্টগ্রাম।