আনন্দ-উচ্ছ্বাসে পাহাড়তলী গার্লস স্কুলে অনুষ্ঠিত হলো ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:৫৫ অপরাহ্ণ

নগরীর আকবর শাহ এলাকার পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতা। গতকাল সকাল থেকে সারিবদ্ধভাবে প্রতিযোগীরা নিবন্ধন শেষে গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্পবলা ও উপস্থিত বক্তৃতার মতো ইভেন্টে অংশ নেয়। সকাল থেকে দিনব্যাপী এই আয়োজনে শিশুকিশোরদের সাথে আসেন তাদের অভিভাবকরাও।

পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির নাচের প্রতিযোগী ভূমিকা চৌধুরী বলেন, আমি তিন বছর ধরে নাচ শিখছি। মার্কস অলাউন্ডার প্রতিযোগিতায় এই প্রথমবার অংশ নিচ্ছি। একটু টেনশন কাজ করছে।

নবম শ্রেণির শিক্ষার্থী ওয়াসিফা নেওয়াজ বলেন, আমি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। ছোটবেলা থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। অনেকবার পুরস্কার পেয়েছি। এবারও পুরস্কার পাবো আশা করছি।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের এই প্রতিযোগিতায় দেশের সকল স্কুলকলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এবারের মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায় এই তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্লে থেকে ৪র্থ শ্রেণিদের শিক্ষার্থীদের রাখা হয়েছে জুনিয়র স্কুল গ্রুপে। ৫ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মিডল স্কুল গ্রুপে এবং ৯ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের রাখা হয়েছে হাই স্কুল এবং কলেজ গ্রুপ। জুনিয়র স্কুলের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্পবলা। এছাড়া মিডল স্কুলের জন্য বিষয় নির্ধারণ করা হয় গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা এবং হাই স্কুল ও কলেজের জন্য বিষয় নির্ধারণ করা হয় গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা। মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার তিনটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবে সর্বমোট ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। গ্র্যান্ড ফিনালেতে ৩টি গ্রুপের ফার্স্ট রানার্স আপ এবং সেকেন্ড রানার্স আপ প্রত্যেকে পাবে ৫ লাখ এবং ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি। এছাড়া তিনটি গ্রুপের ৬ টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা ৩ জন করে সর্বমোট ৫৪ জন সেরা পারফর্মারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। অন্যদিকে জাতীয় পর্যায়ে তিনটি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে ১ টি করে কম্পিউটার। এবার মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্ব শুরু হয়েছে। এভাবে পর্যায়ক্রমে সারাদেশে ১০০টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
পরবর্তী নিবন্ধডাকসুর হল সংসদ নির্বাচনে জয় হাটহাজারীর দুই শিক্ষার্থীর