আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত স্বতন্ত্র প্রতিষ্ঠান আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের সভা গতকাল শনিবার দিদার মার্কেটস্থ বোর্ডের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বোর্ডের সচিব অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন। সদস্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, বোর্ডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আবদুল হামিদ, যুগ্ম সচিব অধ্যাপক মুহাম্মদ গোফরান, ট্রাস্ট প্রতিনিধি অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, জামেয়ার চেয়ারম্যান আবুল মহসিন মো. ইয়াহিয়া খান, অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রেজভী, জামেয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ সরওয়ার উদ্দীন, হালিশহর তৈয়্যবিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী, সিআইইউ’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. সাজ্জাতুল ইসলাম।
আনজুমান ট্রাস্টের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সংক্রান্ত বিষয়াদি আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের তত্বাবধানে পরিচালনার জন্য এ বোর্ড প্রতিষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় ২০২৬ শিক্ষাবর্ষ হতে বোর্ডের অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অভিন্ন সিলেবাস, সহায়ক গ্রন্থ এবং একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হবে সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। কোন প্রতিষ্ঠান স্ব–উদ্যোগে কোন সিলেবাস প্রণয়ন ও সহায়ক বই/গ্রন্থের তালিকা প্রকাশ না করার জন্য আদেশক্রমে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে শ্রেণিভিত্তিক শিক্ষার্থীর তালিকা ২৫ ডিসেম্বরের মধ্যে বোর্ড অফিসে প্রেরণ করতে বলা হয়। সদস্যগণের স্বত:স্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











