আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নগরীর কোতোয়ালী কাটাপাহাড়স্থ হযরত শাহ বদর আউলিয়া দরছে নেজামী মাদ্রাসায় পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষ্যে মিলাদ মাহফিল ৫ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আজিজিয়া কাজেমী কমপ্লেঙ ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার সিন্ডিকেট সদস্য আনজুমানের সভাপতি আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন আলকাদেরী (মজিআ)।
মাহফিলে আলোচনায় অংশ নেন, মাওলানা মোহাম্মদ ফেরদৌসুল আলম আলকাদেরী, মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম জেহাদি, মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন নোমানী, মাওলানা খাজা আহমদ তালুকদার, মাওলানা মোহাম্মদ ইয়াসিন আনছারী মাদানী, মাওলানা মোহাম্মদ মহিউদ্দীন, মাওলানা হাফেজ মুহাম্মদ শরফুদ্দিন আনছারী, মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদীন, শাহজাদা গোলাম মাঈনুদ্দিন, মাওলানা এস এম শফিউল আলম, মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আদনান, মাওলানা মোহাম্মদ জমির উদ্দিন, এম নুর আহমদ মিয়া, দোস্ত মোহাম্মদ, মৌলভী জিয়াউল হক সওদাগর, মুহাম্মদ রাশেদুল ইসলাম, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ শাহাবুদ্দিন সেলিম ও মোহাম্মদ মামুন, মোহাম্মদ আশরাফ আলী বাবুল, আবু রায়হান প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে ত্বরিকত অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)।